নিজস্ব প্রতিনিধি : পুল কারের ধাক্কায় মৃত এক, আহত তিনজন। ঘটনাটি ঘটেছে মালদার চাচল থানার যদুপুর এলাকায। আহতরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে চাচল থেকে বিশাল পুলিশবাহিনী । আগুন নেভাতে দমকল এর একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়।
জানা যায় আজমিরা বিবি ও তার বাড়ির সদস্যরা একটি অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রণ করতে আত্মীয়র বাড়িতে যাচ্ছিলেন । সেই সময় পিছন দিক থেকে আসা দুরন্ত গতিতে একটি পু্ল কার তাদের ধাক্কা মারে । চারজনই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজনরা তড়িঘড়ি অবস্থায় তাদেরকে উদ্ধার করে চাচল সুপালিটি হাসপাতালে নিয়ে আসে।
আজমিরা বিবির মৃত্যু হয় তিনজন গুরুতর আহত অবস্থায় চাচোল সুপার হসপিটালে তাদের চিকিৎসা চলছে। পুল কারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তদন্তে নেমেছে চাচল থানার পুলিশ।