শাশ্বতী চ্যাটার্জি::উদ্ধবের সঙ্গে সুসম্পর্ক নেই রাজ ঠাকরের।
বালা সাহেবের মৃত্যুর পর রাজ ঠাকরে আলদা হয়ে গিয়েছিলেন। নতুন দল গড়েছিলেন। সূত্রের খবর রাজ ঠাকরের সঙ্গে নাকি কথা বলেছেন একনাথ শিন্ডে। উদ্ধবকে চাপে রাখতেই হয়তো রাজ ঠাকরের সাহায্য চাইছেন তিনি। রাজ ঠাকরের সঙ্গে একনাথ শিন্ডের কথা হয়েছে সেকথা নিশ্চিত করেছেন এমএনএস নেতারাই।