বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
একটা সময় দিল্লির রাজনীতির আলোচনার কেন্দ্রে ছিলেন তৃণমূল সংসদ মহুয়া মৈত্র। তা অবশ্যই এখন অতীত। এখনকার বর্তমান হলো সাংসদ মহুয়াকে তার বাংলো ছাড়া। ৭ জানুয়ারির মধ্যে বাংলো খালি করার জন্য ডিসেম্বর মাসেই নির্দেশ দেওয়া হয়েছিল কৃষ্ণনগর থেকে সাংসদ হওয়া মহুয়াকে। কিন্তু বাংলো খালি করার দিন পেরিয়ে গেলেও বাংলো খালি করেননি মহুয়া। এখন এ বিষয়ে ডিরেক্টর অব এস্টেট কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার। সাংসদ বাংলো খালির করার নির্দেশ পাওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডের জেরে সাংসদ পদ হারানো মহুয়া মৈত্র। কিন্তু দিল্লি হাইকোর্ট বাংলো খালি করা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে আবেদন জানাতে বলে।
মহুয়া মৈত্র কি আজ ছাড়ছেন বাংলো? সকলের দৃষ্টি সেই দিকেই। ৮ জানুয়ারি মহুয়াকে বাংলো ছাড়ার জন্য আরও তিন দিন সময় দেওয়া হয়। সেই সঙ্গে শোকজ নোটিসও দেওয়া হয়। সেই চরম সময়সীমাও আজ শেষ হচ্ছে। কিন্তু মহুয়া বাংলো ছাড়েননি। ছাড়বেন কি না তা এখনও স্পষ্ট নয়। কারণ এ বিষয়ে মহুয়া এখনও পর্যন্ত কিছু জানাননি। এখন দেখার যে কৃষ্ণ নগরের সাংসদ মহুয়া কি করেন?