বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
কালীঘাটে দুটো বাড়িই প্রাসাদ। ইডির কাছে শুভেন্দু অধিকারী আবেদন করবেন। ওই সম্পত্তি যেন তাড়াতাড়ি নিলামে ওঠানো হয়। ওই বাড়িতে আগামী দিনে অনাথ আশ্রম তৈরি হবে। ছোট আঙারিয়ার সভামঞ্চ থেকে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ছোট আঙারিয়ায় বৃহস্পতিবার গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বক্তব্য রাখতে গিয়ে রীতিমতো তৃণমূলকে আক্রমণ করেন তিনি৷ বক্তব্যের শুরুতেই আসে কালীঘাটের সম্পত্তির পরিমাণের কথা। লিপস এন্ড বাউন্ডস সংস্থার সম্পত্তির কথাও শুভেন্দুর মুখে।
কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ইডি জানিয়েছে লিপস এন্ড বাউন্ডস সংস্থায় চাকরি বিক্রির টাকা গিয়েছে। সংস্থার আটটি সম্পত্তিকে চিহ্নিত করা হয়েছে। মোট সাড়ে সাত কোটি টাকার সম্পত্তি। ওই পরিমাণ সম্পত্তিকে যুক্ত করা হচ্ছে। লিপস এন্ড বাউন্ডস সংস্থার ৬০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। এমন কথাও শোনা যাচ্ছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতির আরও টাকা কি ওই সংস্থায় ব্যবহার হয়েছে? সেই প্রশ্ন উঠছে। এবার সেই বিষয়কেই আক্রমণের কেন্দ্রে নিয়ে এলেন রাজ্যের বিরোধী দলনেতা। কালীঘাট এলাকায় একটি পরিবারের সম্পত্তির পরিমাণ কত? প্রশ্ন তুললেন শুভেন্দু।
কালীঘাট, হরিশ চ্যাটার্জি স্ট্রিট, হরিশ মুখার্জি রোড নিয়ে নিয়েছে। ওখানে দুটো প্রাসাদসম বাড়ি আছে। লিপস এন্ড বাউন্ডস এর সম্পত্তি। ইডির কাছে শুভেন্দু আবেদন করবেন, ওই বাড়ি নিলাম করতে। দ্রুত ওই বাড়ি নিলাম যেন করা হয়। ওই বাড়ি কেনার লোক আছে রাজ্যের বিরোধী দলনেতার কাছে। ওই বাড়ি কেনার পরে অনাথ আশ্রম করা হবে। এমন কথাই বললেন নন্দীগ্রামের বিধায়ক।
ছোট আঙারিয়া শহিদ দিবসের মঞ্চ থেকে রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। চাকরি বিক্রি থেকে রেশন দুর্নীতি প্রসঙ্গ উঠে আসে। এই দুর্নীতিতে পুলিশ সম্পূর্ণভাবে আছে। এই দাবি করেছেন তিনি। আসছে লোকসভা নির্বাচনেও বিজেপি জিতবে। বিপুল জনসমর্থন নিয়ে নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন। এমনই দাবি করেছেন শুভেন্দু।