বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
মিমিক্রি বিতর্ক অতীত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানালেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আজ বৃহস্পতিবার তৃণমূল সাংসদের জন্মদিন। আর এমন দিনেই বিতর্ক ভুলে সৌজন্যতার নজির গড়লেন উপ রাষ্ট্রপতি। সাত সকালেই তাঁর ফোন এল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে।
শুভেচ্ছা জানানোর পাশাপাশি দিল্লিতে তাঁর আবাসনে নৈশভোজের আমন্ত্রণও জানিয়েছেন উপ রাজ্যপাল (Jagdeep Dhankar)। আর এমন সৌজন্যতায় খুশি তৃণমূল সাংসদ (Kalyan Banerjee)।
সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয়। আর এরপরেই সংসদের বাইরে বিক্ষোভে বসেন বিরোধী দলের সাংসদরা। আর সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের মিমিক্রি করতে দেখা যায়। আর পুরো ঘটনাকে ক্যামেরাবন্দি করতে দেখা যায় রাহুল গান্ধীকে। শুধু তাই নয়, বিরোধীদলের বাকি সাংসদরাও পুরো বিষয়টিতে মজা নিতে থাকে। আর সেই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
তা নজরে আসে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। ঘটনায় চেয়ারে বসেই ক্ষোভ উগরে দেন। পুরো নিন্দাজনক এবং লজ্জার বলে ব্যাখ্যা করেন। পাশাপাশি উপ রাষ্ট্রপতির চেয়ারের অপমান করা হয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যসভার চেয়ারম্যান।
যেভাবে এক সাংসদ মিমিক্রি করছেন। অপরজন ভিডিয়ো করছেন। তা দুর্ভোগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। ঘটনাকে কেন্দ্র দেশজুড়ে কার্যত বিতর্ক তৈরি হয়। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে অপমান করা হয়েছে। এই দাবিতে তৃণমূলের বিরুদ্ধে বিক্ষোভে নামে বিজেপি।
যদিও চাপে পড়লেও অভিযোগ মানতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। তাঁর পালটা যুক্তি ছিল, এমন নকল শিল্পের একটা ধরন। রাজনৈতিক প্রতিবাদের অনেক রকম ভাষা থাকে। অতীতে প্রধানমন্ত্রীও সংসদের মধ্যে মিমিক্রি করেছেন বলে পালটা যুক্তি রাখেন তৃণমূল নেতা। এমনকি সেজন্যে প্রধানমন্ত্রী ক্ষমা চাইবেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন। তবে কারোর ভাবাবেগে আঘাতের অভিপ্রায় ছিল না বলেও মন্তব্য করেন সাংসদ।
তবে সে বিতর্ক অতীত। উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় যে তাঁকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যেখানে উপরাষ্ট্রপতি ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
ব্যক্তিগত ভাবে উনি ফোন করেন। কথা বলেন আমার স্ত্রীর সঙ্গেও। এমনকি দিল্লিতে তাঁর বাসভবনে আমাকে এবং আমার স্ত্রীকে নৈশভোজের জন্যেও আমন্ত্রণ জানিয়েছেন বলেও টুইটে উল্লেখ করেন তৃণমূলের এই সাংসদ।