বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
শিলিগুড়ির সতেরো নং ওয়ার্ডের কাউন্সিলার মিলি সিনহা তার ওয়ার্ডের ওয়ার্ড উৎসবে বৈচিত্র্য আনলেন মহিলাদের দ্বারা তৈরী নানান ধরনের খাবার দিয়ে। এর মধ্যে যেমন ছিল পিঠে, তেমনি ছিল নানান ধরনের তৈরী চপ্ যা খেতে ভীড় উপচে পড়ে খদ্দেরদের। কাউন্সিলার নিজে জানান আমি খেতে প্রচণ্ডভাবে ভালোবাসী। তাই এই ওয়ার্ড উৎসবে ওয়ার্ডের মহিলাদের যদি কিছু উপার্জন হয় সেটা নিয়ে চিন্তা করছিলাম। যাতে ওদের হাতে কিছু টাকা আসে। সারা বছর ওরা রোদে পুড়ে এবং জলে ভীজে দলের জন্য পরিশ্রম করে। বিনিময়ে কিছুই পায় না ওরা। এই ওয়ার্ড উৎসবে ওদের এই কথা বলায় ওরা রাজী হয়ে গেল। ভালই লোক আসছেন দেখতে এবং খেতে। আমার নিজের ওয়ার্ডে এই নতুন পরিকল্পনা কাজে লেগে গেল ভেবেই আনন্দ পাচ্ছি আমি। এদিন শিলিগুড়ির কলেজ মাঠের উলটো দিকে এই খাবারের ষ্টলে মানুষ ভীড় জমান খেতে এবং নিয়ে যেতে। কাউন্সিলার নিজে জানান একেবারেই কম দামে এত সুস্বাদু খাবার পাওয়া যাচ্ছে তাই আমাদের আবেদন মানুষের কাছে একটি বারের জন্য এসে খাবার খান ভালো লাগবে। এই ওয়ার্ডের মহিলারা দিন রাত পরিশ্রম করে খাবার বানাচ্ছেন দুটো টাকা আয় করবার জন্য। তাই আসুন এখানে।মিলি সিনহা জানালেন ওয়ার্ড উৎসব চলা পযর্ন্ত চলবে আমার এই খাবারের দোকান। আমি নিজেও অনেকবার খেয়েছি বলে জানালেন কুড়ি নং ওয়ার্ড কাউন্সিলার নিজেই।