বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
তৃণমূল কংগ্রেসের ‘নবীন-প্রবীণ তত্ত্ব’ এখনও সমানে চলেছে। এই নিয়ে সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করেন। মঙ্গলবার সুব্রত বক্সি জেলা সভাপতিদের নিয়ে মিটিং করেন। কিন্তু বিতর্ক সমানে চলেছে। সোমবার সুদীপ বন্দ্যোপাধ্যায় সেই বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে হঠাৎ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন থাকবেন না, বাংলার অবস্থা ছাগলের তিন নম্বর বাচ্চার মতো হয়ে যাবে।’ ব্যাস এর ফলে মঙ্গলবার রাতে মুখ খোলেন বরানগরের বিধায়ক তাপস রায়। তিনি প্রতিক্রিয়া দিয়ে বলেন, “বালাই ষাট… মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না কেন! এ কথা বললেন কী করতে উনি। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কম করে ১০-১২ বছরের বড়। উনি একথা বলেন কী করে।” একথা বলতে বলতে তাপস রায় খুবই উত্তেজিত হয়ে ওঠেন।
আমরা জানি আগে একাধিকবার এই দুই নেতার মধ্যে বাকযুদ্ধ হয়েছে। এরা দুজন কখনো এক সভায় যায় না। সুদীপবাবুর অতীতের রাজনীতিক জীবনও স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল বিধায়ক। বললেন, “উনি তো ৬ বছর সাসপেন্ড হওয়ার ক্ষেত্রে তো বলেছিলেন, দলটা আর ছয় বছর থাকবে না। আরও অনেক কিছু বলেছিলেন, সেই কাগজ-পত্র আমাদের কাছে আছে। ওঁরা স্বামী-স্ত্রী মিলে দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনেক কিছুই বলেছিলেন।” এখানেই শেষ করেন নি তাপস রায়। শেষে বলেন, “এঁরা বরাবর চাটুকারিতাকে, স্তাবকতাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছেন।”