বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তের রিপোর্ট দিল সিবিআই। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মুখবন্ধ খামে রিপোর্ট জমা দেওয়া হল। মঙ্গলবার এই রিপোর্ট জমা পড়ে। চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মকে এই দুর্নীতির সঙ্গে যুক্ত করা হয়েছে।
সিবিআইয়ের দেওয়া রিপোর্ট খুলে দেখেন বিচারপতি। এস বাসু রায় এন্ড কোম্পানি ২০২২ পর্যন্ত চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম হিসেবে নথিবদ্ধ ছিল। তারপরেই বাকি বেশ কিছু বিষয় এই সংস্থার সঙ্গে যুক্ত হয়। এই সংস্থাকে সামনে রেখে তার আড়ালে দুর্নীতি চলছিল। এমনই জানাল সিবিআই।
বোর্ডের কর্মীরাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। এই দুর্নীতি রীতিমতো পরিকল্পনা করেই হয়েছিল। কোন ব্যক্তির ওএমআর শিট কোনটা? সেটা কেউ বলতে পারবে না। এমনই চাঞ্চল্যকর তথ্য আদালতে জানিয়েছে সিবিআই। শুধু তাই নয়, বেআইনি ভাবে বহু নথি নষ্ট করা হয়েছে বলেও খবর।
অতি সম্প্রতি মহিদুল আনসারি, জাফিকুল ইসলাম, সজল কর, দেবরাজ চক্রবর্তী, বাপ্পাদিত্য দাশগুপ্ত, এবং পাটুলির বাসিন্দা সৌরভ ঘোষের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সেই সব জায়গা থেকেও প্রচুর তথ্য সামনে এসেছে তদন্তকারীদের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে এই তথ্য জানানো হয়েছে।
আগামী কাল ফের এই মামলার শুনানি আছে। অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির যুগ্ম অধিকর্তাকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অভিজ্ঞতা সম্পন্ন ইএসআই হাসপাতালের একজন চিকিৎসককে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ অনেক আগেই আদালত দিয়েছিল। কিন্তু কখনওই কাকুর কাছাকাছি পৌঁছাতে পারেননি তদন্তকারীরা। এসএসকেএম হাসপাতাল থেকে ফিরে আসতে হয়েছে তদন্তকারীদের। তাহলে কি সেই বিষয়েও কোনও নির্দেশ দেবেন বিচারপতি?