বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

সংসদের ভিতরে দর্শক আসন থেকে লাফ দিয়ে নেমে সাংসদদের লক্ষ্য করে হলুদ স্প্রে করার ঘটনায় দিল্লি পুলিশ দুজনকে আটক করেছে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, যে দুজনকে আটক করা হয়েছে তারা হল নীলম (৪২) এবং অমল শিন্ডে (২৫)।

দিল্লি পুলিশ সূত্রে খবর, আগেকার ঘটনাগুলিকে যাচাই করা হচ্ছে। সংসদ ভবনে ঢোকার নিরাপত্তা লঙ্ঘন সম্পর্কিত প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং এই দুজনকে প্রবেশাধিকার কারা দিয়েছিলেন, তা নিয়ে তদন্ত করা হবে।

ভিতরে যারা ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সঙ্গে অন্য কারও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার তদন্ত করতে বেশ কয়েকটি তদন্তকারী সংস্থাকে কাজে লাগানো হতে পারে বলে সূত্রের খবর। তবে ঘটনার পর থেটকে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রসঙ্গত বুধবার দুই ব্যক্তি পাবলিক গ্যালারি থেকে লোকসভার চেম্বারে ঝাঁপিয়ে পড়ে। কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেছেন, তারা টিয়ার গ্যাসের ক্যান বহন করছিল। এই ঘটনার পরেই লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

এক ব্যক্তিকে লোকসভার বেঞ্চের ওপরে লাফিয়ে উঠতে দেখা গিয়েছে এবং অন্য আরেকজনকে পাবলিক গ্যালারি থেকে টিয়ার গ্যাস স্প্রে করতে দেখা গিয়েছে। ওইসময় সংসদে জিরো আওয়ার চলছিল বলে জানিয়েছেন কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী।

লোকসভার সদস্য এবং ওয়াচ অ্যান্ড ওয়ার্ডের কর্মীরা ওই দুই ব্যক্তিকে ধরে ফেলেন। সেই সময় স্পিকারের আসনে থাকা বিজেপি সদস্য রাজেন্দ্র আগরওয়াল দুপুর দুটো পর্যন্ত সংসদের অধিবেশন মুলতুবি করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *