বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
নতুন যুগের সূচনা হল। মধ্য প্রদেশে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই বার্তা মোহন যাদবের। বুধবার উজ্জয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের উপস্থিতিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনবারের জয়ী বিধায়ক মোহন যাদব।
মোহন যাদবকে মুখ্যমন্ত্রী করার েনপথ্যে বিজেপির সুকৌশলী পদক্ষেপ রয়েছে। শিবরাজ সিং চৌহ্বূান এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দাপট যাতে আর না থাকে সেকারণেই মোহন যাদবকে মুখ্যমন্ত্রী পদে বসানোর সিদ্ধান্ত নেন অমিত শাহরা।
মধ্যপ্রদেশে বিজেপির এই বিপুল জয় অনেকটা অপ্রত্যাশিতই িছল। কারণ বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছিল এবার কংগ্রেস জয়ী হবে। কিন্তু কমলনাথের নেতৃত্বে কংগ্রেস সেখানে একেবারে মুখ থুবরে পড়ে। বিজেপির বিপুল জয়ের সাফল্য ২০২৪-র লোকসভা ভোটের আগে বেশ কিছুটা পয়েন্টে এগিয়ে গেলেন মোদী-শাহরা তাতে কোনও সন্দেহ নেই।
গত ২ বারে মুখ্যমন্ত্রী পদে বসেছিলেন দিগ্বিজয় সিং। তাঁদের তাঁর যাতে দাপট তৈরি না হয় সেকারণেই দিগ্বিজয় সিংকে সরিয়ে নতুন মুখকে িনয়ে আসা হয় মুখ্যমন্ত্রী পদে। এতে লাভবান হবে মোদী সরকারই। সেই সঙ্গে ওবিসি সম্প্রদায় থেকে মুখ্যমন্ত্রী করায় লাভ আরও হবে বলে জানানো হয়েছে।