বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

বাজেট শুরুর আগেই ফিরে আসার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট অধিবেশন। পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে পারবেন না এবার। সেকারণে তিনি অধিবেশনের শুরুতেই বলেছে ফিরে এসে ফের পূর্ণাঙ্গ বাজেট পেশ করব। অর্থাৎ ফের যে তিনিই ক্ষমতায় আসছে সেই বার্তা দিয়েছেন।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে রামনামও শোনা গিয়েছে। সেই সঙ্গে তিনি বিরোদী দলের সাংসদদেরও বার্তা দিয়েছেন। তাঁদের মনে করিয়ে দিয়েছেন সংসদভবনের শৃঙ্খলার কথা। তিনি বিরোধী দলের সাংসদদের সচেতন করে বলেছেন অধিবেশনের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা গণতন্ত্রের মন্দিরে শৃঙ্খলা ভঙ্গের সামিল। কাজেও প্রতিবাদ করলেও যাতে অধিবেশন চলতে দেওয়ার মতো পরিবেশ তাঁরা বজায় রাখেন।

প্রসঙ্গত উল্লেখ্য শীতকালীন অধিবেশনে নজিরবিহীন ভাবে সাসপেন্ড করা হয়েছিল বিরোধী দলের ১৮২ জন সাংসদকে। রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষেই সাসপেন্ড হয়েছিলেন বিরোধী দলের সাংসদরা। এই সাসপেনশনের প্রতিবাদে সংসদ ভবনের বাইরে লাগাতার ধর্না দিয়েছিলেন সংসদের দুই কক্ষের সাসপেন্ড হওয়া সাংসদরা। এই ধরনা চলাকালীন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে নিয়ে রসিকতা করে তাঁকে নকল করে দেখাচ্ছিলেন। সেটি ভিডিও করছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাই নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। সংসদ ভবনের সামনে দেশের উপরাষ্ট্রপতিকে িনয়ে এই রসিকতা মেনে নেওয়া যায় না বলে তীব্র প্রতিবাদ জানিয়েছিল বিজেপি।

এদিকে বাজেট অধিবেশন শুরুর আগে রাজ্যসভায় ১৮ জন সাংসদের উপরে সাসপেনশন প্রত্যাহার করে নিয়েছেন উচ্চকক্ষের চেয়ারম্যান জগদীপ ধনখড়। তারপরেই আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলের সাংসদদের বার্তা দিয়েছেন তিনি। সংসদের অধিবেশনে সংযত আচরণ করার কথা বলেছেন তিনি। সেই সঙ্গে নারী শক্তি নিয়েও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন এই অন্তর্বর্তী বাজেেট হবে নারী শক্তির উদযাপন। এই প্রথম নতুন সংসদ ভবনে বসতে চলেছে বাজেট অধিবেশন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কাজেই দেশের নারী শক্তির উদযাপন হতে চলেছে এই বাজেট অধিবেশনে। আজই যৌথ অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার পরেই আনুষ্ঠানিকভাবে বাজেট অধিবেশনের সূচনা হবে। আগামীকাল ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হবে। দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট অধিবেশন এটি।

মনে করা হচ্ছে এপ্রিল থেকে মে মাসের মধ্যে সাধারণ নির্বাচন ঘোষণা করা হবে। সেকথা মাথায় রেখেই এবারে বাজেট তৈরি করা হয়েছে। সেকারণে মনে করা হচ্ছে জনমুখী বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। সেকারণে নির্মলা সীতারমনের বাজেটের দিকে তাকিয়ে রয়েছে আম জনতা। এদিকে মোদী যে ফের ক্ষমতায় ফিরবেন তা এক কথায় নিশ্চিত করে বলে দিয়েছেন নিজের বার্তায়। পরের বছর পূর্ণাঙ্গ বাজেট পেশের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *