বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::

 

গতকাল তাঁকে হন্যে হয়ে খুঁজেছে ইডি। কিন্তু কোনও হদিশ পায়নি। রাতে তিনি দেখা দিয়েছেন কিন্তু ইডির ধরাছোঁয়ার বাইরে। অবশেষে সব প্রস্তুতি সেরে নিয়ে আজ তিনি ইডির জেরার মুখোমুখি হতে চলেছে বলে জানা গিয়েছে। হেমন্ত সোরেনকে জেরা নিয়ে গতকাল থেকে চলছে চরম উত্তেজনা।

দুর্নীতি মামলায় একাধিকবার তলব করা হয়েছিল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে। কিন্তু তিনি হাজিরা দেননি। একাধিকবার তলব করার পরও কেন হাজিরা দিচ্ছেন না হেমন্ত সোরেন তার জন্য গতকাল ইডি তৎপর হয়। কিন্তু গত সোমবার থেকেই তাঁর খোঁজ পাচ্ছিলে না তদন্তকারীরা। দিনভর তাঁর খোঁজে ঝাড়খণ্ড থেকে পাটনা একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এমনকী হেমন্ত সোরেনের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডির দল।

প্রায় দুিদন ধরে মুখ্যমন্ত্রীর খোঁজে তল্লাশি চালায় পুলিশ। গতকাল তাঁর রাঁচির বাড়িতে হানা দিয়ে BMW গাড়িও বাজেয়াপ্ত করে তদন্তকারী দল। তাঁদের দাবি দুর্নীতির টাকা দিয়ে এই গাড়ি কিনেছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তারপরেই তল্লাশি চালিয়ে তাঁর বাড়ি থেকে গাড়িটি বাজেয়াপ্ত করে ইডি। কিন্তু ২ দিন ধরে মুখ্যমন্ত্রীর কোনও হদিশ পাননি তদন্তকারীরা।

টানা ২ দিন নিখোঁজ থাকার পরে অবশেেষ গতকাল সন্ধেবেলায় প্রকাশ্যে আসেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। রাঁচিতে নিজের দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল তাঁকে। বিজেপির অভিযোগ দিল্লিতে পালিয়ে গিয়েিছলেন হেমন্ত সোরেন। সেখানে তাঁকে আত্মগোপন করতে সাহায্য করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও এই নিয়ে একবারের জন্যও মুখ খোলেননি কেজরিওয়াল বা হেমন্ত সোরেন কেউ।
গতকালের বিধায়কদের বৈঠকে উপস্থিত ছিলেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনও। যদিও তিনি বিধায়ক নন। তারপরেও হেমন্ত সোরেনের স্ত্রীর এই উপস্থিতি নতুন জল্পনা বাড়িয়েছে। মনে করা হচ্ছে গ্রেফতারির হতে পারেন এই আশঙ্কায় আগে থেকেই সব প্রস্তুতি নিয়ে ইডির দফতরে যেতে চাইছেন হেমন্ত সোরেন। সেকারণে তাঁর স্ত্রীকে মুখ্যমন্ত্রী করতে চাইছেন তিনি। যদিও দলের পক্ষ থেকে এই নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *