বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
সাত সকালে ফের সরবেড়িয়ায় তল্লাশিতে ইডি। তালা ভেঙে শেখ শাহজাহানের বাড়িতে ঢুকে পড়লেন তদন্তকারীরা। শাহাজাহান শেখ একজন অপরাধী তাঁকে ধরতে চাইছে ইডি। সকালে খবর পেয়েই এমনই মন্তব্য করেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
বুধবার প্রাতর্ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখােন সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, শাহজাহান শেখ একজন অপরাধী। তাঁকে অনেকদিন ধরেই ধরার চেষ্টা চলছিল। তাঁকে ধরতে চাইছে ইডি। দ্বিতীয় দফায় শাহাজান শেখের বাড়িতে এই ইডি অভিযানের পরেই কি তাহলে শাহাজাহা শেখ গ্রেফতার হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে দিলীপ ঘোষের মন্তব্য ঘিরে।
সরবেড়িয়ায় ইডি প্রথম অভিযােন গিয়েছিলেন ৫ জানুয়ারি। সেদিন শাহজান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি এবং বাহিনী। তৃণমূল কংগ্রেেসর দোর্দণ্ড প্রতাপ নেতা শাহাজাহান শেখের অনুগামীরা চড়াও হয়েিছল ইডি এবং বাহিনীর জওয়ানদের উপর। বেশ কয়েকজন ইডি আধিকারীকের মাথা ফেটে গিয়েছিল। গাড়ি ভাঙচুর করা হয়েছিল তাঁদের। অটোয় করে ঘটনাস্থল থেকে পালিয়ে বেঁচেছিলেন ইডির অফিসাররা।
তারপর থেকে অধরা শাহজান শেখ। প্রথমে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন তিনি বাংলাদেশ পালিয়ে যেতে পারেন। তারপরে আবার তিনি দাবি করেন সরবেড়িয়াতেই লুকিয়ে রয়েছেন তৃণমূল নেতা। এবং তাঁকে আশ্রয় দিয়ে রেখেছে স্থানীয় পঞ্চায়েত প্রধানই। তারপরেই কিন্তু পুলিশ তাঁকে গ্রেফতার করতে পারেনি। দেখতে দেখতে ১৯ দিন পার হয়ে গিয়েছে।
বুধবার কাকভোরে বিশাল কনভয় নিয়ে ইডি সরবেড়িয়ায় হাজির হলেও প্রথমে ন্যাজাট থানার পুলিশকে জবাব দিহি করতে হয়েছে ইডিকে। সার্চ ওয়ারেন্ট দেখাতে হয়েছে তদন্তকারীদের। তারপরে তাঁরা সরবেড়িয়ায় ঢুকে পেরেছেন। তবে এবার আর একা নন একেবারে প্রস্তুতি নিয়ে এসেছিলে তদন্তকারীরা। মানিক তলা থেকে নিয়ে গিয়েছিলে তালা ভাঙার লোক। সঙ্গে বিশাল কেন্দ্রীয়বাহিনী এবং তাতে মহিলা জওয়ানও ছিলেন। বিশাল বাহিনী নিয়ে প্রথমে শাহজাহান শেখের বাড়ি ঘিরে ফেলেন তদন্তকারীরা। তারপরে তালা ভাঙা হয় শাহজান শেখের। পুরো ঘটনার ভিডিও গ্রাফি করা হয়েছে।
ন্যাজাট থানার দুই পুলিশ কর্মী ১৩ জন ইডি আধিকারীক তল্লাশি চালাচ্ছে শাহজাহান শেখের বাড়িতে। প্রথমে ভেতরে ঢোকেন ভিডিওগাফার। তারপরে ৬ ইডি আধিকারীক এবং ২ সাক্ষী। তারপরে সেখানে প্রবেশ করেছে ন্যাজাট থানার দুই কর্মী। সকলের সামনেই চলছে তল্লাশি অভিযান এখনও পর্যন্ত কোনও প্রতিরোধ দেখা যায়নি। সন্দেশখালির সরবেড়িয়া গ্রাম ঘিরে ফেলেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী। তাঁদের কাছে কাঁদানে গ্যাসের শেলও রয়েছে। একেবারে হেলমেট পরে অ্যাকশন মুডে রয়েছেন তাঁরা।