বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা। ভারতবর্ষ আনন্দে মুখরিত। পশ্চিমবঙ্গেও উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে রাম মন্দির উদ্বোধনে। আনন্দিত রাজ্যপাল সিভি আনন্দ বোস। তার মুখেও রাম নাম।
আজ সোমবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতার রাম মন্দিরের পৌঁছে যান। সেখানেই তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান দেখেন। টিভির সামনে দাঁড়িয়েছিলেন রাজ্যপাল। দুহাত নমস্কারের ভঙ্গিমাতে জোড় করেছিলেন।
গোটা অনুষ্ঠান রাম মন্দিরে উপস্থিত থেকে তিনি টিভিতে দেখেছেন। রাম মন্দিরেও এদিন পুজোর আয়োজন করা হয়েছিল। বহু বিজেপি কর্মী সমর্থক ভক্তকুল উপস্থিত রাম মন্দিরে। সেখানে রাজ্যপালও উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দিষ্ট সময়ে রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করেন। চারদিকে রাম নামে মুখরিত হয়ে ওঠে।
রাজ্যপাল সিভি আনন্দ বোস আনন্দিত রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঘটনায়। তিনি নিজেও উচ্ছ্বসিত এই ইতিহাসের সাক্ষী হতে পেরে। টেলিভিশনের সামনে দাঁড়িয়েই তিনি হাতজোড় করে প্রার্থনা করেছেন। মন্ত্র উচ্চারণ করেছেন বিভিন্ন সময়ে। আশপাশে তখন রাম ভক্তরা জয় শ্রীরাম নাড়া তুলেছেন।
রাজ্যপাল এদিন বলেন, আমি প্রার্থনা করি তখন একটা ব্যক্তির প্রার্থনা থাকে না। আজকে দিন রাম জি বাল্মীকি এবং সমাজকে বলেন দেশদ্রোহী জঙ্গিদের থেকে তাদের রক্ষা করা। রবীন্দ্রনাথ বলেছিলেন, বাংলার মাটি বাংলার জল। তিনি মন্ত্র উচ্চারণ করে বলেন, রাম আমাদের হৃদয় সঙ্গে যুক্ত আছেন সারা পৃথিবী সঙ্গে যুক্ত আছে রাম।
রাজ্যপাল আরও বলেন, আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রামলালা স্থাপিত হয়েছে। যা কিছু, যদি বাংলাকে এবং ভারতকে জুড়ে রেখে বা সম্প্রীতি বজায় থাকে তাহলে সেটাকে স্বাগত জানাচ্ছি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি মিছিলের ডাক দিয়েছেন। সেই মিছিলকেও স্বাগত জানালেন রাজ্যপাল।
সাংবাদিকদের সামনে রাজ্যপাল বলেন, রাম রাম হরে হরে। শ্রীরামে মুখরিত হয়েছেন তিনি। রাম মন্দিরে তাঁর কর্মসূচির পরে ফিরে যান রাজভবনে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রাম মন্দির উদ্বোধনে অনুষ্ঠান হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় রামপুজোর আয়োজন হয়েছে। সনাতনী হিন্দুদের মধ্যে উচ্ছ্বাস দেখা গিয়েছে।
শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার। আসানসোল, দুর্গাপুর থেকে বাঁকুড়া পুরুলিয়া। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই রাম পুজোর আয়োজন করা হয়েছে। বিজেপির কর্মী সমর্থক তো বটেই। সাধারণ মানুষও শামিল হয়েছেন এই পুজোয়৷