বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক ::
কলকাতায় হয়ে গেল বিরাট শোভাযাত্রা। আর সেখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।
মমতাকে হিন্দুবিরোধী বলে অভিহিত করেছেন শুভেন্দু। আজ মমতা সংহতি যাত্রায় হেটেছেন। সেই মিছিলকেও চ্যালেঞ্জ জানান রাজ্যের বিরোধী দলনেতা।
গণেশ টকিজের কাছে বৈকুণ্ঠনাথ মন্দির থেকে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে রাম মন্দির অবধি একটি বিশাল শোভাযাত্রায় নেতৃত্ব দেন শুভেন্দু। রাহুল সিনহা-সহ অনেক বিজেপির নেতা-কর্মীরা সেই মিছিলে যোগদান করেন। তবে কোনও রাজনৈতিক দলের পতাকা ছিল না মিছিলে। শুভেন্দুও এই শোভাযাত্রাকে অরাজনৈতিক বলে দাবি করেছেন।
শুভেন্দুর কথায়, এটা কোনও রাজনৈতিক দলের তরফে ডাকা হয়নি। কলকাতার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশ নিয়েছেন। কলকাতার বিখ্যাত রাম মন্দিরটি জালান পরিবারের হলেও এর দ্বার সকলের জন্য অবারিত। সকলেই এখানে পুজো দিতে আসেন। ৫০০ বছর পর আজ ঐতিহাসিক দিন। সে কারণেই এই শোভাযাত্রার আয়োজন।
মিছিলে একটি ট্যাবলোর থিম ছিল অকালবোধন। গেরুয়া পতাকা নিয়ে মিছিলে হাঁটার সময় শুভেন্দুর মুখেও ছিল জয় শ্রী রাম স্লোগান। দেশের অ-বিজেপি রাজ্যগুলির সরকারও অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে। যদিও বাংলায় রাজ্য বিজেপির তরফে সরকারকে ছুটি ঘোষণার আবেদন করা হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সে পথে হাঁটেনি।
মমতা আজ সংহতি মিছিলের ডাক দিয়েছেন। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি মসজিদে চাদর চড়ানোর পরিকল্পনাও রয়েছে। শুভেন্দু বলেন, আজ ঐতিহাসিক দিন। লজ্জা থাকলে হিন্দুবিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোবেন না, রাস্তায় নামবেন না। পরে রাম মন্দিরে দাঁড়িয়ে মমতাকে হিন্দুবিরোধী বলে অভিহিত করেছেন শুভেন্দু। শুভেন্দু অধিকারী বলেন, যারা হিন্দুদের হিতের পক্ষে কাজ করবে বাংলায় তারাই থাকবে। আমি এই রাম মন্দিরে প্রণাম করেই নন্দীগ্রামে গিয়েছিলাম। সেখান থেকে জিতে এসেছি।