আজ কলকাতা বিমানবন্দর থেকে একটি গাজা ভর্তি ব্যাগ উদ্ধার করে ইন্ডিগো কর্মী। খবর দেওয়া হয় নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে। তারা এসে ব্যাগ থেকে প্রায় ছ কিলোর গাঁজা উদ্ধার করে।
ব্যাগ টি ইন্ডিগো স্ক্যানিং মেশিনে সামনে পাওয়া যায় বলে বিমানবন্দর সূত্রে খবর। কে এই ব্যাগ রেখে গেছে তার খোঁজ বা সন্ধান পেতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিআই এস এফ সূত্র মারফত জানা যাচ্ছে যে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার গামী বিমানে এই এই গাজা নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয়েছিল। খবর দেওয়া হয়েছে নারকটিক্স কন্ট্রোল ব্যুরো কে।