মদনমোহন সামন্ত : নরেন্দ্র মোদি সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তর থেকে রাফেল বিমান কেনার চুক্তিপত্র চুরি হয়ে গিয়েছে বলে জানানোর পর আম্বানিদের সঙ্গে করা সেই চুক্তিপত্র কিভাবে চুরি হয়ে গেল তার তদন্তের দাবিতে হাজরা মোড়ে আজ সকালে পথ অবরোধ করে কলকাতা জেলা কংগ্রেস ।
সেই সঙ্গে হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডকে যুদ্ধ বিমানের বরাত না দিয়ে কেন আম্বানিদেরকে দেওয়া হয়েছে তার তদন্ত দাবি করে ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অবিলম্বে পদত্যাগ করতে হবে বলে দাবি জানান হয় ।
দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ প্রসাদ-এর নেতৃত্বে বৃহস্পতিবার হাজরা মোড়ে পোস্টার স্লোগানসহ বিক্ষোভ দেখানোর পর ওখানেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুত্তলিকা দাহ করা হয়।