মদনমোহন সামন্ত : কলকাতা পুরসভার নতুন নির্দেশ মোতাবেক যাদবপুর 8b বাসস্ট্যান্ড সংলগ্ন ফুটপাতের ব্যবসায়ীরা তাদের দোকান এবং দোকানের উপর এর চাল থেকে সমস্ত রকম প্লাস্টিক খুলে ফেলার কাজ করছেন রবিবার সারাদিন ধরে।
তাঁরা জানিয়েছেন, তাঁদের নিরাপত্তার কথা ভেবে কলকাতা পুরসভা যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বৃষ্টিতে প্রত্যেকের প্রচন্ড অসুবিধা হলেও তাঁরা নির্দেশ মেনে নিয়ে লোহার খাঁচা দিয়ে দোকান খাড়া করে নিজেরা অর্থলগ্নি করে কেউ টিনের চাদর দিয়ে কেউ বা অ্যালুমিনিয়ামের চাদর দিয়ে দোকানের চাল ছেয়ে নিচ্ছেন ।
তাঁরা অবশ্য এও জানিয়েছেন , স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ দেবব্রত মজুমদার তাঁদের আশ্বাস দিয়েছেন, যত দ্রুত সম্ভব তিনি তাঁদের জন্য পুরসভার চাকা লাগানো গাড়ির ব্যবস্থা করে দেবেন।