নিজস্ব প্রতিনিধি : প্লাস্টিক কুড়োতে গিয়ে আবর্জনা স্তূপে বিস্ফোরণের আঘাতে দুই কিশোর সহ এক যুবক গুরুতর জখম হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার পুখুড়িয়া থানার কুমারগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় ।
ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও বোমা স্কোয়ার্ডের দল উপস্থিত হয়েছে । আহত তিন জনকেই উদ্ধার করে ভর্তি করা হয়েছে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গেছে, আহতরা হলেন রফিকুল শেখ(১৩), চাঁদমিঞা শেখ(১২) ও জাহির শেখ(২৭)। পুখুরিয়া থানার লগড়া গ্রাম এলাকার বাসিন্দা।এই তিন জনই প্লাস্টিক কুড়ানোর কাজের সঙ্গে যুক্ত।
স্থানীয় সূত্রে জানা গেছে,কুমারগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি মিষ্টির দোকানের পেছনে আবর্জনা স্তূপ রয়েছে। এদিন দুপুরে সেই স্তূপে প্লাস্টিক কুড়োচ্ছিল কিশোরেরা। সেই সময় তাদের হাতে আসে একটি কৌটো। কৌতূহলবশত তারা ওই কৌটোটি খুলতে গেলে সেটি সশব্দে ফেটে যায়। রফিকুল শেখ ও যুবক জাহির শেখের অবস্থা আশঙ্কাজনক তাদের চিকিৎসা চলছে হাসপাতালে ।
কে বা কারা এই বোমা মজুদ করেছিল, কোথায় থেকেই বা এই বোমা আনা হয়েছিল তার তদন্তে নেমেছে পুলিশ ।