নিজস্ব প্রতিবেদক, নদীয়া: স্বরস্বতী পুজোর আগে বেশ ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডা পড়ার সাথে সাথে ছোট ছোট ছেলেগুলোর মাথায় খেলে গেল কিছু একটা করতে হবে যাতে সমাজের কিছু লোকের উপকার হয়।
মাথায় এলো পিঠেপুলি উৎসবের। শুরু হলো যোগাযোগ। শান্তিপুরের কিছু সংগঠনকে সঙ্গে নিয়ে শান্তিপুর লাইব্রেরির মাঠে শুরু হয়ে গেল দুদিনব্যাপী পিঠেপুলি উৎসব।
সাথে হলো খুদে শিল্পীদের দৃষ্টিনন্দন নাচগান। এই উৎসবে যোগ দিলেন শান্তিপুরের সকল সামাজিক সংগঠন। কিছু উদ্যমী কিশোরকিশোরী, যুবকযুবতীদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবী রাখে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে কুশল প্রামানিক জানান যে- প্রথমবারের পিঠেপুলি উৎসবে প্রধান আকর্ষণ হলো সব পিঠেপুলিই কাঠের জ্বালে তৈরি করা। পিঠেপুলিতে যাতে মাটির গন্ধ থাকে সেই জন্যই এই ব্যবস্থা।
এছাড়াও প্রত্যন্ত গ্রামের মা মেয়েদের দিয়ে এই পিঠেপুলি বানানো হয়েছে যাতে তাঁদেরও দুটো আর্থিক উপার্জন হয়। এই উৎসবে যোগ দেওয়া দর্শকরাও এমন একটা উৎসবে যোগদান করতে পেরে এবং মাটির গন্ধযুক্ত পিঠের স্বাদ পেয়ে ভীষণই খুশি। তাঁরাও এই ধরণের উৎসব প্রতিবছর চাইছেন।