নিজস্ব সংবাতদাতা, মালদা : শুক্রবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ শহরের পাশে নিমাইসারাই নামে একটি জায়গায় হানা দিয়ে চার জনকে গ্রেফতার করে। তাদের কাছে পাওয়া যায় একটি নাইন এম এম পিস্তল ও ধারালো অস্ত্র।
শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল – আবু বাক্কার (২৩) জাহঙ্গীর আলম (২৯), রাব্বানি শেখ (২৫) ও ওলিউল্লা হক (৩০)। প্রথম তিন জনের বাড়ি মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর এলাকায় ও অপর জনের বাড়ি কালিয়াচকে ।