নিজস্ব প্রতিনিধি: ভারত-ভূটান সীমান্ত জয়গাঁ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্ৰেপ্তার এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ জয়গাঁতে নাকা চেকিং এর সময়। দলসিংপাড়া ছেত্রি লাইন বাসিন্দা বিকি গুরুঙ এর কাছ থেকে একটি পিস্তল ও এক রাউণ্ড গুলি উদ্ধার হয় ।
এই পিস্তলের লাইসেন্স দেখাতে পারেনি বিকি গুরুঙ । এবং পুলিশ তাকে অস্ত্র রাখার অপরাধে গ্ৰেপ্তার করেছে।