নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন পেনসন যোজনা অন্তর্গত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এমন 30 জনের হাতে আজ মাসিক পেনসন যোজনা কার্ড তুলে দেওয়া হল।
আলিপুরদুয়ারে এক বেসরকারি ভবনে আজ প্রোফিডেণ্ট ফাণ্ড দপ্তরের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়ে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত এমন শ্রমিকদের হাতে কার্ড দেওয়া হয় যারা ইতিপূর্বে আবেদন করেছে আলিপুরদুয়ারে 200 জনের উপর অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক আবেদন করেছে ।
প্রভিডেন্ট ফাণ্ড ইন্সপেক্টর সুব্রত গুণ জানান যে এটা কেন্দ্রীয় সরকারের প্রকল্প মাসিক পেনশন স্কিম এই স্কিমে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা আবেদন করতে পারবেন যাঁদের বয়স 18 থেকে 40 । এবং মাসিক 3000 টাকা করে পেনশন পাবে অবসরের পর।