নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : পাসপোর্ট তৈরির জন্য এখন থেকে আর কোলকাতা নয়, বনগাঁ তে বসেই সেই পরিসেবা পাবেন এলাকার মানুষরা ,শুক্রবার বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতা ঠাকুরের হাত ধরে ধরে এই পরিষেবা চালু হলো।
উপস্থিত ছিলেন কলকাতা রিজিয়নের পিএমজি, পোস্টমাস্টার জেনারেল বিভূতি ভুষণ কুমার, উত্তর কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস , বনগাঁ পৌরসভার পৌরপ্রধান শংকর আঢ্য এবং ডাক বিভাগের অন্যান্য কর্মীরা ,কর্মকর্তারা জানান কলকাতার রিজিওনাল পাসপোর্ট অফিসে যে যে নিয়মে এতদিন পাসপোর্ট এর জন্য আবেদন করা যেত সেই নিয়মেই ঘরে বসেই আবেদন করা যাবে।
এরপর পদ্ধতি মেনে পুলিশ ভেরিফিকেশন হবে পুলিশ ভেরিফিকেশন এর রিপোর্ট যাওয়ার তিন দিনের মধ্যেই স্পিড পোস্টে আবেদনকারীর বাড়িতে নতুন পাসপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিংশতম রিজনাল পাসপোর্ট অফিসের সুবিধাপ্রাপ্ত পোস্ট অফিস পাসপোর্ট পরিষেবা কেন্দ্র চালু হল বনগাঁতে ৷