মদনমোহন সামন্ত : হাজরা মোড়ে আজ রবিবার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রদীপ প্রসাদ ও তাঁর সহকর্মীরা মাধ্যমিক পরীক্ষার সাত দিনের সাত দিনই প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং শিক্ষামন্ত্রী ড: পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল পোড়াতে যান।
কুশপুতুল পোড়াতে গেলে উপস্থিত পুলিশ আধিকারিকরা তাঁদের জানান শিক্ষামন্ত্রীর কুশপুতুল পোড়ানো যাবে না।
তবুও তাঁরা তা পোড়াতে গেলে পুলিশ কুশপুতুল কেড়ে নিয়ে চলে যায় । এ নিয়ে কংগ্রেস কর্মীরা স্লোগানসহ হাজরা মোড় পরিক্রমা করে। এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।