তারাশঙ্কর গুপ্ত, বাঁকুড়া : বাঁকুড়ার জয়পুরে মন্ত্রী শ্যামল সাঁতরার উদ্যোগে গত তিন বছর ধরে শুরু হয়েছে পর্যটন উৎসব ।ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ জয়পুরের পর্যটন শিল্পকে তুলে ধরতে নানা উদ্যোগ নিয়েছেন তিনি ।
এবার পর্যটন শিল্পের প্রসার ঘটানোর লক্ষ্যে একটি বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল জয়পুরে ।
জয়পুর পর্যটন উৎসবের জয়যাত্রা শুরু হল এই বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে ।
মন্ত্রী শ্যামল সাঁতরা তাঁর স্বর্গীয় পিতা শক্তিপদ সাঁতরা এবং মাতা স্বর্গীয়া গীতা সাঁতরা-র স্মৃতির উদ্দেশ্যে জয়পুর ব্লকে এই প্রতিযোগিতার আয়োজন করেন ।মন্ত্রী শ্যামল সাঁতরা জানান অঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল “পর্যটনে জয়পুর”।
মোট ৬৬২ জন প্রতিযোগী এতে অংশগ্রহণ করে ।দূরদূরান্ত থেকে বহু অভিভাবক অভিভাবিকা তাদের শিশু দের নিয়ে এসেছিলেন ।সকলের আগ্রহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা অভিভূত ।
উৎসব শুরুর প্রাক পর্বেই জমজমাট জয়পুর।রবিবার হাজারো অভিভাবক আর শিশু দের সমাগমে মুখরিত জয়পুর ।