নিজস্ব প্রতিনিধি:কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার। এদিন কোচবিহার উৎসব অডিটোরিয়ামের ওই সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেশরী নাথ ত্রিপাঠি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী ও পদ্মভূষণ প্রাপ্ত বিশিষ্ট বিজ্ঞানী বিকাশ সিনহা, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বনমন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন সহ আর আনেকে।

এদিন ওই সমাবর্তন অনুষ্ঠানে পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তরের ১২১ জন ছাত্রছাত্রী স্বর্ণপদক ও রৌপ্যপদক ও মানপত্র তুলে দেওয়া হয়। এছাড়াও শিক্ষাদান ও গবেষণার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বিশিষ্ট শিক্ষক সম্মান দেওয়া হয় তুফানগঞ্জ কলেজের অধ্যাপক অমল মণ্ডলকে।

বেষ্ট এনএসএস প্রোগ্রাম অফিসার পুরষ্কার দেওয়া হয় তুফানগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক স্বপন দেকে। বেষ্ট এনএসএস স্বেচ্ছাসেবক পুরষ্কার দেওয়া হয় কোচবিহার কলেজের ছাত্রী সিমা বর্মনকে।

এদিন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি বলেন, মাত্র ৬ বছরের মধ্যেই পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় অনেকে এগিয়ে গিয়েছে। এই বিশ্ববিদ্যালয় যা কাজ করছে তা প্রশংসনীয়। অল্প সময়ে আনেক পরিকাঠামো ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে। এখন আগের থেকে আনেক পড়ুয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here