নিজস্ব সংবাদদাতা, নদিয়া : অতিরিক্ত পণের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে নদীয়ার হোগলবেড়িয়া বাজার সংলগ্ন এলাকায় মৃতার নাম সেলিনা খাতুন বিবি(২০)।
পুলিশ সূত্রে জানা যায়, মৃতা গৃহবধূ কুড়ি বছর বয়সী সেলিনা খাতুনের সাথে গত সাত মাস আগে বিবাহ হয় হোগলবেড়িয়া থানার অন্তর্গত সুন্দলপুর খাঁ পাড়ার বাসিন্দা সুজন খানের সাথে।
অভিযোগ, বিয়ের কিছু দিন পর থেকে অতিরিক্ত পণের দাবিতে স্বামী সুজন খান সহ শ্বশুরবাড়ি অন্যান্য সদস্যরা তার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে।
শুক্রবার গভীর রাতে আনুমানিক একটা নাগাদ গলায় ফাঁস লাগানো অবস্থায় সেলিনাকে মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতা গৃহবধূর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করার জন্য মৃত গৃহবধূর শ্বশুর বাড়ির সদস্যদের আটক করেছে পুলিশ। কিভাবে এই মৃত্যু সংঘটিত হয়েছে এর পেছনে কী কারণ আছে তা তদন্ত করে দেখছে হোগলবেড়িয়া থানার পুলিশ।