সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম: গতকাল বীরভূমের সাঁইথিয়া থানার অন্তর্গত ফুলুর গ্রাম পঞ্চায়েতের জিউই গ্রামে ধানের পালুই এ আগুন লাগে। মোট ৫ টি পালুই এ আগুন লেগে পুরে ছাই হয়ে গেছে।
খেটে-খাওয়া মানুষদের ধানের পালুইি সম্বল, তাদের ধানের পালুই পুড়ে যাওয়ায় আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে।৫টি পালুই এর মধ্যে ১ টি ধানের পালুই
জিউই জয় দুর্গা যুবক সমিতি ক্লাবের ছিল । সব মিলিয়ে প্রায় ৯০ হাজার টাকার ক্ষতি হয়েছে। গ্রামের মানুষের সহযোগিতায় আগুন নেভানো হয়।দমকলের কোনো গাড়ি যায়নি ঘটনাস্থলে।