সাংকৃতিক প্রতিনিধি: চিত্রকলা এই ছোট্ট কথার অন্তরনিহিত অর্থ অনেক গভীরে। সেই অর্থের খোঁজে দক্ষিণ কলকাতার অভিসার আর্ট গ্যালারি তে চলছে সমকালীন চিত্র শিল্পীদের গোষ্ঠী আর্ট লাইন 18 এর ১৮ জন শিল্পীর চিত্র প্রদর্শনী। ভিন্ন ভিন্ন ঘরানার ৪০টি মন মাতানো ছবি দর্শকদের মন জয় করেছে।
আদিত্য সামন্তের স্বচ্ছ জলরঙ এর ল্যান্ডস্কেপ। রঞ্জিত বাঘের একরিলিকের অভিসার, মৌমিতা দে এর সিমলা। শ্যামলী কর্মকারের দেবী। ইন্দ্রনাথ ঘোষের রিয়েলিস্টিক ওয়ার্ক। সোমনাথ মুখোপাধ্যায়ের বার্ডস আই ভিভ এর নৌকা। দেবিকা বসুর নিসর্গ। ড: সহসগুফতা খানম ও চারু সোমের নারী বাদী ছবি। সীমা রায়, দেবজ্যোতি চ্যাটার্জী, কাজল ভাদুড়ি, প্রসেনজিৎ মন্ডলের ভিন্ন ধর্মী কাজ দর্শকদের প্রশংশা পেয়েছে।
কাঞ্চন মিত্রের জল রঙের মিষ্টি ছবি। রাই মন্ডলের মধুবনী, দেবযানি শেঠ ঘোষের ষ্টীল লাইফ, রাজশ্রী মহাপাত্র এর বার্ডস ও অনুশ্রী দাসের কাজ ও দর্শক রা পছন্দ করেছে।
আর্ট লাইন 18 এর সভাপতি শ্যামলী কর্মকার জানান, ২৬ জানুয়ারি প্রদর্শনীর উদ্বোধন করেন কবি ও সমাজসেবী কল্যাণ কুমার মাইতি। দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন বিখ্যাত শিল্পী ওয়াসিম কাপুর। তৃতীয় দিন রবি মহাপাত্র। ও শেষ
দিন শিল্পপটি ঋত্বিক দাস।
শ্যামলী আরও জানান, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মার্চের ৫ তারিখ থেকে নটিবিনোদিনি আর্ট গ্যালারিতে আগামী প্রদর্শনী হবে। যেখানে শুধুমাত্র বিভিন্ন দেশের মহিলা শিল্পীরা অংশ গ্রহণ করবেন।