শিল্পপতি পবন রুইয়াকে তলব ইডি-র
নিজস্ব প্রতিনিধি : ফেমা অ্যাক্টে আজ সল্টলেক সিজিও কমপ্লেক্সে এর ইডি দফতরে ডাকা হল শিল্পপতি পবন রুইয়াকে।
প্রায় 10 টিরও বেশি চ্যানেল কেনা-বেচার তথ্য নিয়ে আজ ইডি আধিকারিকরা তলব করেছিল শিল্পপতি পবন রুইয়াকে। ই ডি সূত্রে খবর, 10 টির বেশি চ্যানেলের মালিকদের তলব করা হয়েছে।
এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকদের অনুমান নির্ধারিত টাকার থেকে অনেক বেশি টাকায় চ্যানেল গুলো কেনাবেচা হয়েছে। এর পেছনে কারা কারা জড়িত সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে শিল্পপতি পবন রুইয়াকে।