নিজস্ব প্রতিনিধি : মাল পৌরসভার উদ্যোগে মহাকাল পাড়ায় জৈব সার তৈরির কারখানায় প্রস্তুত সার এখন অনেকেই ব্যবহার করতে শুরু করেছেন। এই সার যেমন চা বাগান মালিকেরা নিয়ে যাচ্ছেন তেমনি কৃষকেরাও তাঁদের জমিতে কাজে লাগাচ্ছেন।
মাল পৌরসভার ১৫টি ওয়ার্ডের যত পচনশীল আবর্জনা যেমন ফেলে দেওয়া নোংরা আবর্জনা, যেমন ফলের দোকানের পচা ফল, ফুলের দোকানের ফেলে দেওয়া ফুল এছাড়াও ফেলে দেওয়া শাক সবজি – এই সমস্ত পচনশীল বস্তু দিয়ে এই জৈবসার তৈরি করা হচ্ছে।
এই সার এতটাই ভাল যে চা বাগানের মালিকসহ এলাকার কৃষকেরা প্রতিদিন এই জৈব সার ব্যবহার করছেন। সার তৈরি হতেই শেষ হয়ে যাচ্ছে। এতে পৌরসভার যেমন একটা আয়ের রাস্তা বেড়ে গিয়েছে তেমনি এলাকার ডাম্পিংগ্রাউন্ডের সমস্যা অনেকটাই মিটে গিয়েছে। কারন এর আগে সমস্ত নোংরা-আবর্জনা মাল নদিতে ফেলা হত। এখন এগুলি বেশির ভাগটাই জৈব সার কারখানায় চলে যাচ্ছে।