নিজস্ব প্রতিবেদক : জানুয়ারির ব্রিগেডেই বিরোধীরা স্থির করে ফেলেছিলেন ইভিএমের বিরুদ্ধে তাদের পরবর্তী পদক্ষেপ। এবার লােকসভা নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি বিরোধী দলগুলো।
বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, ইভিএম নিয়ে আদালতে মামলা করা হবে। বুধবার রাতে এনসিপি নেতা শরদ পাওয়ারের বাড়িতে বিরোধী দলগুলোর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্মিলিত বিজেপি-বিরোধী শিবিরের দাবি, লােকসভা নির্বাচনে স্বচ্ছ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে নির্বাচন কমিশনকে।গত ৪ ফেব্রুয়ারি সম্মিলিত বিরোধী দলের নেতারা নির্বাচন কমিশনে গিয়ে নালিশ জানিয়েছিলেন ইভিএম নিয়ে। নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ করতে একশো শতাংশ বুথে ভিভিপ্যাট ব্যবহারের জন্য আবেদন জানান তারা।