বেঙ্গল ওয়াচ ডিজিটাল ডেস্কঃকেবল বিদেশ, অর্থ ও প্রতিরক্ষাই সামলাক কেন্দ্রঃ রাজ্যের অধিকার ও ক্ষমতার দাবিতে সরব মমতা
কেন্দ্রের মোদী সরকারের সঙ্গে সঙ্ঘাত আরও তীব্র করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গঙ্গাসাগরের এক সভায় যোগ দিয়ে মমতা স্পষ্ট জানালেন, ‘বিদেশ, অর্থ এবং প্রতিরক্ষা দফতরই কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে থাকা উচিত।’
মমতার সাফ কথা, ‘চিন, আমেরিকা, রাশিয়া, পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কী হবে, সেটা দেখুক কেন্দ্র।

রিজার্ভ ব্যাঙ্ক আছে, অর্থ দেখুক। আর প্রতিরক্ষা। ওদের এই তিনটি দফতরই দেখা উচিত।’ তাঁর বক্তব্য, ‘কেন্দ্রের কাজ রাজ্যকে সাহায্য করা। রাজ্যে আগুন জ্বালানো নয়।’

যৌথ ও একক তালিকা বদল করে কেন্দ্রীয় সরকারের হাতে থাকা বিষয়গুলি ছাঁটার দাবি জানান মমতা। মোদী সরকারের আমলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ারও অভিযোগ করেন তিনি।

এখানেই থেমে না থেকে রাজ্য সরকারের এক্তিয়ার বৃদ্ধির দাবি করে মমতা বলেন, ‘স্বাস্থ্য, শিক্ষা,খাদ্য, কৃষি, আইনশৃঙ্খলা দেখবে, চাকরি দেবে রাজ্য। আর তুমি (কেন্দ্র) দাদাগিরি করবে! সেটা হবে না।’ এর আগেও কেন্দ্র সরকারের বিরুদ্ধে বঞ্চনা ও মিথ্যা প্রচারের অভিযোগ করেছেন মমতা। এবার সেটা আরও তীব্র হল।

কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘আমাদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। বাংলাকে ওরা গরিব করে রাখতে চায়। রাজ্যের অবস্থা ছাগলের তৃতীয় সন্তানের মতো করে রেখেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here