গৌরনাথ চক্রবর্ত্তী : মোহালীতে চতুর্থ একদিনের ম্যাচে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ভারতকে পরাজিত করল।পাঁচ ম্যাচের সিরিজ এখন ২-২।পঞ্চম ম্যাচ কার্যত ফাইনাল ম্যাচে পরিণত হল।৩৫৯ রানের বিশাল জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া ৪৭.৫ ওভারে ৬ উইকেটে ৩৫৯ রান করে সিরিজের চতুর্থ ম্যাচ জয়লাভ করে।
অস্ট্রেলিয়ার পিটার হ্যাণ্ডসকম্ব ৯৩ বলে ১০১ রান করেন।খোয়াজা ৯৯ বলে ৯১ রান করে আউট হন।টার্নার ৪৩ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন।ভারতের অতি জঘন্য ফ্লিডিং একাধিক ক্যাচ মিশ যার পরিণতি পরাজয়। ভারতের পক্ষে বুমরাহ তিনটি উইকেট নেন।এদিন
টস জিতে ভারতের অধিনায়ক ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৮ রান করে।ভারতের দুই ওপেনার আজ রানে ফেরে।রোহিত শর্মা ৯২ বলে ৯৫ রান করেন।শিখর ধাওয়ান সেঞ্চুরি করেন।শিখর ধাওয়ান ১১৫ বলে ১৪৩ রান করে অাউট হন।লোকেশ রাহুল ৩১ রান করেন।বিরাট ৭ রান করেন।ঋষভ পন্থ ২৪ বলে ৩৬ রান করেন।কেদার যাদব ১০ রান করেন।বিজয় শংকর ১৫ বলে ২৬ রান করেন।অস্ট্রেলিয়ার কামিন্স ৭০ রানে ৫ উইকেট পান।রিচার্ডসন ৮৫ রানে ৩ উইকেট পান।পর পর দুই ম্যাচ ভারত পরাজিত হল।সিরিজের শেষ ম্যাচে যে দল জিতবে সিরিজ তারাই জিতবে।