কাটোয়া: পূর্ব-বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুল্টী ধরিত্রী ফুটবল ক্লাবের পরিচালনায় একদিনের নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রবিবার কাটোয়ার মুল্টী ফুটবল ময়দানে।নিমাই বন্দ্যোপাধ্যায় ও নমিতা বন্দ্যোপাধ্যায় উইনার্স ট্রফি ও দেব কুমার চৌধুরী ও মধুসূদন কর্ম্মকার রানার্স ট্রফি দীর্ঘ ৪৫বছর বন্ধ থাকার পর আবার নতুন করে চালু হল।এতে এলাকার মানুষেরা খুবই খুশী।
এবারে ৮টি দল অংশগ্রহণ করে।ফাইনাল খেলায় ওকড়সা বন্ধু দল ট্রাইব্রেকারে মুলগ্রাম একাদশ ফুটবল টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলার মাঠে পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন শ্রীবাটী গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগর প্রধান,উপ-প্রধান জগন্নাথ রুদ্র,শ্রীবাটী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কোরবান মিদ্যা,মুল্টী ধরিত্রী ফুটবল ক্লাবের আহ্বায়ক রাজশেখর সেন সহ প্রমুখ।
প্রচুর দর্শক মাঠে উপস্থিত থেকে খেলার আনন্দ উপভোগ করে।