নিজস্ব প্রতিনিধি দুর্গাপুর : তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার সি এম ই আর আই এর বিজ্ঞানী ড: রুদ্র চ্যাটার্জী । আজ দুর্গাপুর আদালতে তোলা হয় এই বিজ্ঞানীকে । যদিও এই বিজ্ঞানীর অভিযোগ , তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে ।

ড: রুদ্র সরাসরি অভিযোগ করেছেন সংস্থার ডিরেক্টর ড: হরিশ হিরানীর বিরূদ্ধে । আর্থিক তছুরুপ এবং নিয়োগ সংক্রান্ত অভিযোগ এনেছেন বিজ্ঞানী । যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ড : হরিশ হিরানী ।

তিনি জানান যে সংস্থা থেকে তথ্য পাচার হচ্ছিল এই অভিযোগ জানানো হয়েছিল থানায় । সেই ঘটনার তদন্তে পুলিশ গ্রেপ্তার করে থাকতে পারে । গতকাল দমদমের বাস ভবন থেকে গ্রেপ্তার করা হয় ড: রুদ্র চ্যাটার্জীকে । যদিও তাঁর দাবি তাকে সাক্ষী দেওয়ার জন্য ডেকেছিল পুলিশ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here