নিজস্ব প্রতিনিধি:রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হলেন শক্তিকান্ত দাস ৷ উর্জিত প্যাটেলের ইস্তফার ২৪ ঘণ্টার মধ্যেই নতুন গভর্নরের নাম ঘোষণা করা হল। কেন্দ্রীয় সরাকার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নতুন গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস।
তিনি আগে অর্থ সচিব ছিলেন। এখন তিনি অর্থ কমিশনের সদস্য। তাঁর আমলেই নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৬ সালে ৮ নভেম্বর নরেন্দ্র মোদী নোটবন্দির ঘোষণা করার পরই, সে সময় আর্থিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাসকে পাশে বসিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেছিলেন, বাজারে নগদের অভাব হবে না। তবে, হাল্কা উল্টো সুর শোনা যায় শক্তিকান্ত দাসের গলায়। নোটবন্দির জেরে দু’সপ্তাহ আম-জনতাকে ভুগতে হবে বলে অকপটে স্বীকার করে নেন তিনি।
পরবর্তীকালে নোটবন্দির নিয়ে উদ্ভূত নানা ইস্যুর মোকাবিলা করতে সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছে ১৯৮০ ব্যাচের এই আইএএস অফিসারকে।
উর্জিত প্যাটেল যেখানে লড়াইটা শেষ করেছিলেন তাঁর উত্তরসূরী কি সেখান থেকেই শুরু করবেন? না-কি কেন্দ্রের দেখানো পথেই চলবেন? এ নিয়ে ইতিমধ্যে তুমুল জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। একসময় উর্জিত প্যাটেলকে নরেন্দ্র মোদীর ‘ইয়েস ম্যান’ বলে মনে করা হত। আমলা শিবিরে শক্তিকান্ত দাসও মোদীর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। এখন দেখার দেশের আর্থিক উন্নয়নে কোন পথে ‘শক্তিপ্রদর্শন’ করবেন নয়া গভর্নর।