নিজস্ব প্রতিনিধি মালদা : আবার জাল নোট উদ্ধার মালদহের বৈষ্ণবনগর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ।
বি এস এফের তরফে জানানো হয় এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি ।
মঙ্গলবার বিকেলে সীমান্তের ওপার থেকে জাল নোট ভর্তি একটি ক্যারিব্যাগ ভারতীয় সীমান্তে ছোঁড়া হয়।
বিএসএফ সেই ক্যারিব্যাগটি উদ্ধার করে। তার থেকে উদ্ধার হয় দুই লক্ষ টাকার জাল নোট। প্রতিটি নোট ২০০০ টাকার।
তবে নোটগুলি সঙ্গে জড়িত থাকা কাউকে গ্রেফতার করতে পারেনি বিএসএফ প্রাথমিক অনুমান সীমান্তের ওপার থেকেই নোটগুলি এপারে ফেলা হয়েছিল । উদ্ধার হওয়া জালনোট গুলি পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।