নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট আজ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে সারদা চিট ফান্ড নিয়ে সিবিআই- র তদন্ত তাঁরা আর ‘মনিটর’ করবেন না।
দুই বিচারপতি নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ আজ এই রায় দেন।
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি সঞ্জীব খান্নার এই ডিভিশনে চিটফান্ডে আমানতকারীদের আনীত একটি পিটিশন গ্রহণ না করে এই মন্তব্য করেন।
আনীত ওই পিটিশনে বলা হয়েছিল যে সিবিআই মহামান্য আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে ।
বিচারপতিরা বলেন, সিবিআই – এর চিটফান্ড তদন্ত কতটা এবং কীভাবে এগোচ্ছে তা ‘মনিটর’ করার জন্য কমিটি গঠন করবেন না।