মদনমোহন সামন্ত : নিক্কো পার্কে ‘ক্রুসেডার’ ! নিক্কো পার্ক এন্ড রিসর্ট সংস্থা আসন্ন গ্রীষ্মকালীন জলক্রীড়া বিনোদনে সংযোজন করল এক নতুন ওয়াটার রাইড। 30 ফুট উচ্চতার এই ওয়াটার রাইড এর নাম দেওয়া হয়েছে “ক্রুসেডার” ।
ক্রুসেডার-এর 15 — 20 ফুট উচ্চতা থেকে জলের স্রোতের সঙ্গে নেমে আসা যাবে জলাধারে। শিশুদের জন্য অনুপযুক্ত ওয়াটার রাইডটির নির্মাণ সম্পূর্ণ হয়েছে । সংস্থার এমডি অভিজিৎ দত্ত জানিয়েছেন সংস্থা সবসময়ই কিছু না কিছু নতুন রাইড সংযোজন করে থাকে। তিনি আশা প্রকাশ করেন বিনোদন ইচ্ছুকরা ক্রুসেডার উপভোগ করতে পারবেন।