নিজস্ব প্রতিনিধি : সল্টলেক সেক্টর ফাইভের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের (টেকনোইন্ডিয়া কলেজ) 3rd ইয়ার এর ছাত্র কে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।নিউটাউন থানায় অভিযোগ দায়ের।2nd ইয়ার ও 4th ইয়ার এর কিছু ছাত্রের বিরুধ্যে অভিযোগ।

বিহারের বাসিন্দা 3rd ইয়ার এর ছাত্র এর অভিযোগ গতকাল সকালে 2nd ইয়ার এর কিছু ছাত্র 1st ইয়ার এর কিছু ছাত্রের সাথে মিসবিহেব করছিল তার প্রতিবাদ করে।রাতে বন্ধুর জন্মদিন পার্টি সেরে নিউটাউন ডিএলএফ এর সামনে গভীর রাতে চা খেতে আসে।

অভিযোগ সেখানে 2nd ইয়ার ও 4th ইয়ার এর ছাত্ররা রড হকি স্টিক নিয়ে এসে মারধর করে।তার মাথায় 16 টা সেলাই পড়েছে।আজ দুপুরে নিউটাউন থানায় অভিযোগ দায়ের হয়।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here