বেঙ্গল ওয়াচ ডেস্ক ::কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেও ফের আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে বেশি। দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই এদিন ন্যূনতম তাপমাত্রা বেড়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এদিন স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম তাপমাত্রা বহরমপুরে।
এদিন সকালে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ২৩ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার হেরফেরের সেরকম কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। উত্তরবঙ্গের কোথাও কোথা হাল্কা কুয়াশা থাকতে পারে।
এদিন সকালে দেওয়া আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গে ২৩ নভেম্বর অর্থাৎ বুধবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রার পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও জানানো হয়েছে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে।
এদিন সকালে কলকাতা ও আশপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ও ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শনিবার এই তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৩ শতাংশ। এদিন সকালে কলকাতা-সহ আশপাশের এলাকায় ন্যূনতম তাপমাত্রা সামান্য বাড়লেও, শীতল হাওয়ার কারণে তার অনুভব করা যায়নি।
নিম্নচাপের কারণে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরির কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তর-পশ্চিম ভারতে ন্যূনতম আগামী ৪-৫ দিন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। অন্যদিকে মধ্যভারতে তাপমাত্রা আগামী ২৪ ঘন্টায় তেমন কোনও পরিবর্তন না হলেও এরপর তা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তর-পূর্বের রাজ্যগুলি যেমন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরায় আগামী ২৪ ঘন্টায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে।