বেঙ্গল ওয়াচ ডেস্ক ::মুম্বাইয়ের এক সময়ের খ্যাত অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রীর জন্মদিনে তার স্ত্রী শিল্পা সকলানি জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তান।আনন্দ ও আবেগে উদ্ভাসিত হয়ে অপূর্ব ছবি পোষ্ট করলেন নিজের ফেসবুকে।
বিয়ের ১৮ বছর পর জন্মদিনে পিতৃত্বের স্বাদ পেলেন অভিনেতা অপূর্ব অগ্নিহোত্রী। ‘পরদেশ’ এবং ‘জসসি জ্যায়সি কোই নেহী’-র অভিনেতা অপূর্ব ও তাঁর স্ত্রী শিল্পা সাকলানির ঘরে এল শিশুকন্যা।
অপূর্ব তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে সুখবর জানালেন। শেয়ার করেছেন তাঁদের দু’জনের সঙ্গে সদ্যোজাত কন্যার ছবিও। কী নাম দিয়েছেন সন্তানের, জানালেন সেটাও। অপূর্ব ও শিল্পা তাঁদের মেয়ের নাম রেখেছেন ঈশানী কানু অগ্নিহোত্রী।
ঈশানী কানুকে পেয়ে উচ্ছসিত অপূর্ব লিখলেন,
“এ বছরের জন্মদিন আমার জীবনে খুব স্পেশাল। কারণ ঈশ্বরের আশীর্বাদে আমাদের কাছে এসেছে অবিশ্বাস্য এবং অত্যাশ্চর্য উপহার। স্ত্রী শিল্পার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। মেয়ের নাম রাখলাম ঈশানী কানু অগ্নিহোত্রী।”
স্বামী স্ত্রী দুজনেই সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছে সন্তানের জন্য।মুম্বইয়ের শিল্পী ও কলা-কুশলীরা একে একে শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে ঈশানীর জন্য।