বেঙ্গল ওয়াচ ডেস্ক ::কোলকাতা থেকে ক্রমাগত টাকা উদ্ধার হয়েই চলেছে।
কয়েক কোটি টাকা ইতিমধ্যে উদ্ধার হয়েছে।আবার আজকে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকা।পোস্তা থানা অঞ্চল থেকে ৫০ হাজার টাকা সহ বাবা ও ছেলে দুইজনকে গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান হাওয়ালায় এই টাকা খাটানো হতো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আনোয়ার ও মোস্তাকিন নামে ওই বাবা -ছেলে দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের চণ্ডীহাট এলাকার বাসিন্দা । এদিন তাঁদের ১০ নম্বর দিগম্বর জৈন টেম্পল রোড থেকে গ্রেফতার করা হয়।
তাঁদের সঙ্গে এই বিপুল পরিমাণ টাকা থাকলেও এই টাকাসংক্রান্ত কোনও নথি তাঁরা দেখাতে পারেনি। পুলিশের অনুমান, বাবা-ছেলে দু’জনই ক্যারিয়ার বা বাহক। প্রতি লাখে ২০০ টাকা করে পেতেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে তপসিয়ার একটি ঠিকানা পাওয়া গিয়েছে।
সেখানেই টাকা পৌঁছনোর কথা ছিল বলেও পুলিশ সূত্রে খবর। ধৃতদের শনিবার আদালতে তোলা হবে। ইতিমধ্যেই আয়কর বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।
শহরে অবৈধ টাকার ছড়াছড়ি দেখে নাগরিক মহল বিস্মিত ।