বেঙ্গল ওয়াচ ডেস্ক ::ইনশেনটিভ নয় বেতন চাই, স্থায়ীকরণ,জীবনবীমা ও মেডিক্যালের ব্যবস্থা ,মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি সহ একাধিক দাবিতে শুক্রবার বীরভূম জেলা প্রাণিসম্পদ দপ্তরের ডেপুটি ডাইরেক্টর আধিকারিককে স্মারকলিপি দিলো পশ্চিমবঙ্গ প্রানীসম্পদ বিকাশ কর্মী ইউনিয়নের বীরভূম জেলা কমিটি । রাজ্য কমিটির সম্পাদক আহম্মাদ আলি বলেন, “গরুকে টীকা দিলে আঠাশ টাকা পেতাম । দপ্তরের আধিকারিকগন পনেরো মার্চ থেকে কমিয়ে সাড়ে আট টাকা করেছে ।” ডেপুটি ডাইরেক্টর ডাক্তার তুহিন চক্রবর্তী বলেন, “এই বিষয়টা কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবো ।”