বেঙ্গল ওয়াচ ডেস্ক ::নলহাটি থানার মেহেগ্রামে পরীক্ষায় ভালো ফলাফল করতে না পারে সেইজন্য এক মাধ্যমিক পরীক্ষার্থীর উপর একুশে ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ অ্যাসিড হামলা করে তার সহপাঠীরা । প্রশাসনের উদ্যোগে রাইটার নিয়ে মাধ্যমিক পরীক্ষা দেয় ওই পরীক্ষার্থী । বীরভূম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সেক্রেটারি শেখ রুখুমুদ্দিন বলেন, “ঘটনার পরেরদিন পরীক্ষার হলে যায় । সুয়োমটো মামলা করি । তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছি, সেটা ব্যাঙ্ক অ্যাকাউনটে চলে যাবে। তারমধ্যে পঁচাত্তর শতাংশ এমআইএস হিসাবে ফিক্সড থাকবে । পঁচিশ শতাংশ চিকিৎসার জন্য খরচা করতে পারবে ।” সঙ্গীতা সিংহ বলেন, “স্যার ডেকেছিলেন এসেছিলাম মেয়ের শরীর খারাপ তাই আনতে পারি নি । প্রশাসন খুব সাহায্য করেছে । দোষীদের শাস্তি চাই। প্রশাসন যেটা করবে সেটা হবে ।”