বেঙ্গল ওয়াচ ডেস্ক ::ইন্দোরে এক মন্দিরে চলছিল রাম নবমীর উৎসব পালন। সেই মন্দিরের একাংশের ছাদ তৈরি করে হচ্ছিল। সেই নবনির্মিত ছাদ ভেঙেই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা।

মন্দির চত্ত্বরে থাকা কুয়োর মধ্যে পড়ে যান পুন্যার্থীরা। ছাদ ভেঙে পড়ার খবরেই হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। তারপরেই একের পর এক পূন্যার্থী কুয়োর মধ্যে পড়ে যান। গতকাল রাতেই উদ্ধারকাজ শুরু হয়েছিল। রাতে ১৩টি দেহ উদ্ধার করা হয়। তারপরে উদ্ধারকাজ চালিয়ে একে একে ৩৫টি দেহ কুয়ো থেকে উদ্ধার করা হয়েছে। এখনও কুয়োর মধ্যে কমপক্ষে ১২টি দেহ পড়ে রয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সেই দেহ গুলি তুলে আনা হচ্ছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের স্নেহ নগর এলাকার ঝুলেলাল মন্দিরে রাম নবমী উপলক্ষ্যে মন্দিরে পুজো গিয়েছিলেন অনেক পূণ্যার্থী। মন্দিরের ঢালাই ছাদ ভেঙে কুয়োয় পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রামনবমী উপলক্ষ্যে অনেক ভক্তদের এখানে সমাবেশ ঘটে। যেই সময়ে এখানে ঘটনাটি ঘটেছে সেই সময় অনেক ভক্তই ওই স্ল্যাবের ওপর দাঁড়িয়ে ছিলেন। তখন তা ভেঙে পরে কুয়োর পরে যান অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here