বেঙ্গল ওয়াচ ডেস্ক ::লক্ষ্মীবারেই মুক্তি পেয়েছে ‘ভোলা’। বলিউড অভিনেত্রী অজয় দেবগণ অভিনীত এই সিনেমাটি একটি থ্রিডি সিনেমা। এই ছবিটি অ্যাকশন, থ্রিলার ভিত্তিক সিনেমা, পড়ুন সিনেমার রিভিউ।

নিজেকে মেয়েকে একবার দেখার জন্য আকুল হয়ে রয়েছেন ভোলা, কারণ ১০ বছর তার জেলে কেটেছে। কিন্তু আইপিএস অফিসার ডায়না জোসেফ ভোলার সাহায্যেই ড্রাগ মাফিয়াদের ধরতে চান, আর সেই কারণেই ভোলা চাপের মুখে ফেলে দেন ডায়না। ভোলাকে কী তার মেয়েকে দেখতে পারবেন, তা জানতে হলে আপনাকে ছবিটি দেখতে হবে। এক রাতের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে ভোলা ছবিটি। এক রাতে এক ট্রাকে তিনজন ব্যক্তিকে সফর শুরু করেন, তাদের অজান্তেই সেই ব্যক্তিদের ধাওয়া করতে শুরু করেন পুলিশ। তারা সকলেই ড্রাগের ব্যবসায় যুক্ত, ভালো কী তাদের শাস্তি দিতে পারবে, জানতে হলে দেখতে হবে ছবিটি, এই সিনেমার রয়েছে প্রচুর টুইস্ট।

ভোলা সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা অজয় দেবগণ, টাবু, দীপক ডোবরিয়াল, সঞ্জয় মিশ্র, অমলা পাল। ভোলার চরিত্রে অভিনয় করতে দেখা গেছে অজয় দেবগণকে, টাবুকে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে। চরিত্রের নাম ডায়না জোসেফ।

ভোলা সিনেমায় অ্যাকশন সিকোয়েন্স দেখে তাক লেগে যাবে, এই সিনেমায় এক অন্য কায়দায় অজয়দেবগণ ভিলেনদের নিকেশ করেছেন। জামার হাতা গুটিয়ে নেওয়া মানেই ভোলার কাছে শুত্রুদের শাস্তি দেওয়া। অজয় দেবগন বরাবরের মতো আবারও এই ছবিতে পর্দায় চমক দেখিয়েছেন।
অভিনেতার আবেগঘন দৃশ্যগুলি আপনাকে আবেগপ্রবণ করে তুলবে, অন্যদিকে অ্যাকশন দেখে স্তম্ভিত হবেন আপনি। টাবু সম্পর্কে বলতে গেলে বলতে হবে এই ছবির প্রাণ তিনি।
পুলিশ অফিসারের চরিত্রে দেখা মিলেছে টাবুর, সেই এই সিনেমার জন্য পারফেক্ট। একই সঙ্গে অ্যাকশনের ক্ষেত্রেও নায়কের সমান প্রতিযোগিতা করেছেন তিনি। দীপক ডোবরিয়াল, সঞ্জয় মিশ্র আপনার মন জয় করবে বরাবরের মতো। দুজনেই তাদের চরিত্রে ভালো অভিনয় করেছেন। দীপকের অভিনয় দারুণ, এবার খারাপ লোকের বেশে নজর কাড়লেন সকলের তিনি।

‘ভোলা’ ছবিটি পরিচালনা করেছেন অজয় দেবগন নিজেই। অভিনেতা হওয়ার পাশাপাশি অজয় একজন উজ্জ্বল পরিচালকও। তিনি তার প্রতিটি ছবি দিয়ে তা প্রমাণ করেছেন। অজয় ছবিটির জন্য অত্যন্ত উজ্জ্বল অভিনেতাদের কাস্ট করেছেন। ছবিতে এমন অনেক মুহূর্ত আছে, যেখানে একজন অভিনেতার বদলে অভিনেতাকে পরিচালক হিসেবে আশ্চর্যজনক বলে মনে হয়েছে।

এক কথায় ছবির মিউজিক থেকে সিনেমাটোগ্রাফি সবকিছুই দূদান্ত। সিনেমাটি গান গেয়েছেন রবি বসরুর। ছবির ব্যাকগ্রাউন্ডের সাউন্ডও অসাধারণ। ২০১৯ সালের তামিল ফিল্ম কাইথির রিমেক হল ভোলা সিনেমাটি। অ্যাকশনে ভরপুর ছবিটি দেখা মুগ্ধ হবেন আপনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here