বেঙ্গল ওয়াচ ডেস্ক ::বলিউড বা টলিউডে সাধারণভাবে অভিনেতাদের সন্তানেরা অভিনয় জগতেই চলে আসে।
মহানায়ক মিঠুনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় নি। বড় ছেলে মিমোর পর এবার বলিউডে পা রাখতে চলেছেন মিঠুনের ছোট ছেলে নমশি চক্রবর্তী। এপ্রিলে মুক্তি পেতে চলেছে নমশির প্রথম ছবি ‘ ব্যাড বয় ‘ পরিচালক রাজকুমার সন্তোষীর হাত ধরে সেলুলয়েডে পা রাখছেন মিঠুন পুত্র। বিপরীতে রয়েছেন নবাগতা আমরিন। এই নিয়ে নমসির উত্তেজনা প্রবল।
‘ব্যাড বয়’ এর প্রচারেই নমসি এসেছিল কলকাতায়। সাংবাদিকদের সঙ্গে অনেক কথা হয়। নমসির সঙ্গে ছিলেন নায়িকা আমরিন ও ঘরের ছেলে শাশ্বত চট্টোপাধ্যায়। আউট অ্যান্ড আউট মাশালাদার হিন্দি কমার্শিয়াল ছবি ‘ ব্যাড বয়’। এই ছবিতে ক্যামিও করতে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকেও। বাবার সঙ্গে ডান্স নাম্বারেও পা মিলিয়েছেন নমশি। কলকাতায় এসে নমশি জানালেন, আমার এটা প্রথম ছবি সেই বিষয়ে অতটা টেনশন নেই। যতটা টেনশন ছিল ফ্লোরে বাবা মিঠুন চক্রবর্তী যখন শ্যুটিংয়ের সময় হাজির থাকতেন। বাবার মত উঁচু দলের অভিনেতার সামনে শট দিতে নমশির পা কাঁপতো। নমশি এও জানান , বাবা তাঁকে বলেছিলেন কেরিয়ারের শুরুতে রাজকুমার সন্তোষীর মত পরিচালকের সঙ্গে কাজ করা একটা বড় পাওনা। নমসি বাবা অন্যতম ভক্ত। সে মিঠুন চক্রবর্তীর চার সন্তানের মধ্যে একমাত্র যে, কিনা মিঠুনের সব কটা ছবি দেখেছেন। নমশির কথায়, ‘‘আমি বাবার ‘ মৃগয়া’ থেকে ‘ প্রজাপতি ‘ সব কটা ছবি দেখেছি। আজ পর্যন্ত কোনো ছবি মিস করিনি। বাবা শুধু জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতাই নন। একজন প্রকৃত শিল্পী। তবে তিনি যে দরের অভিনেতা সেই মর্যাদা তিনি পাননি। তাঁর আরও অনেক পাওয়ার ছিল। তাঁর মতো এত বড় মাপের হিরো এই ভূ-ভারতে খুব কমই আছেন।’’ বাবার প্রশংসায় উচ্ছ্বসিত নমসি। এখন অপেক্ষা তার ‘ব্যাড বয়’ এর জন্য।